উপ-প্রকল্প পরিচালক, সার্বিক গ্রাম উন্নয়ণ কর্মসূচী ৩য় পর্যায় শীর্ষক প্রকল্প (সমবায় অংশ), সমবায় অধিদপ্তর, ঢাকা মহোদয়ের স্মারক নং-47.61.0000.037.25.014.21-209 তারিখ -12/10/2022খ্রি: মূলে জারীকৃত নির্দেশনা মোতাবেক 16/10/2022খ্রি: তারিখ হতে ৬০ দিন মেয়াদে “মোটর ড্রাইভিং ট্রেতে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য ১৭টি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ২০ জন বেকার যুবককে মনোনয়ন দিয়ে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষে প্রাপ্ত তথ্য মোতাবেক মনোনীত সকল প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অবস্থান করে প্রতিষ্ঠানের রীতিনীতি মাণ্যকরে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে প্রশিক্ষন গ্রহণ করেছেন। আমি তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।
বিভিন্ন কার্যক্রমের ভিডিও
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস